ওয়েব বাংলাদেশের অতীতের কিছু কথা
ওয়েব বাংলাদেশ প্রথম রেজিস্টার হয় ১৯৯৯ সালে ডিসেম্বর মাসে। প্রতিষ্ঠাতা জনাব মাসুদ আহমদ প্রবল চেষ্টায় ২০০০ সালের জুন মাসে যাত্রা শুরু করে বাংলাদেশের সার্চ ইঞ্জিন webbangladesh.com। সময়টা ছিল বাংলাদেশের ইন্টারনেটের প্রাথমিক দিনগুলি। প্রচুর কনটেন্ট সম্বলিত এই ওয়েবসাইটটি সেই সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করে। দৈনিক সংবাদ, ইয়েলো page’s, বিজনেস লিস্টিং, এন্টারটেনমেন্ট সহ অনেক তথ্য সম্বলিত ছিল ওয়েব বাংলাদেশ।
আমাদের উদ্দেশ্য
ওয়েব বাংলাদেশ একটি সংবাদ ভিত্তিক ওয়েবসাইট। আমরা বাংলাদেশে প্রকাশিত দৈনিক গনমাধ্যমের শীর্ষখবর প্রতি ঘন্টায় পূর্ণ প্রকাশ করে থাকি। আমাদের উদ্দেশ্য বাংলাদেশের খবর পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি ভাই-বোনদের কাছে পৌঁছে দেওয়া।
আমরা কোন সংবাদ সংস্থা অথবা দৈনিক প্রকাশিত কোন পত্রিকা অথবা অনলাইন ভিত্তিক কোন নিউজ পোর্টাল নই। ওয়েব বাংলাদেশ কোন লাভজনক প্রতিষ্ঠান নয়। কিছু ব্যানার ভিত্তিক বিজ্ঞাপন এই ওয়েবসাইটে প্রকাশিত হয় যা আমাদের এই চেষ্টাকে গতিশীল রাখা এবং ব্যয় বহন করার জন্য প্রকাশিত।
সম্পূর্ণ ফ্রি ওয়েব লিংক
ওয়েব বাংলাদেশ, যেকোনো বাংলাদেশের ওয়েবসাইটকে প্রমোট করার উদ্দেশ্যে ফ্রি ওয়েব লিংক দিয়ে থাকে। আপনার ওয়েবসাইটটি সাবমিট করুন।