Updated on September 23rd, 2022 at 10:18 am(BST)

রাশিয়া থেকে আজারবাইজানের মধ্য দিয়ে গ্যাস আনবে ইরান

ইরান প্রতিবেশী আজারবাইজানের মধ্য দিয়ে রাশিয়া থেকে গ্যাস আমদানি করবে। দুই মাস আগে ইরান ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি চুক্তি সই হয়।

ওই চুক্তির আওতায় ইরান এ গ্যাস আমদানি করবে। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

ইরান প্রতিদিন রাশিয়া থেকে ৯০ লাখ ঘনমিটার গ্যাস কিনবে এবং যুক্তি অনুযায়ী ইরানের দক্ষিণে অবস্থিত রাশিয়ার ক্রেতাদের সরবরাহ করার জন্য আরও ৬০ লাখ ঘন মিটার গ্যাস নেবে ইরান।

গত জুলাই মাসে ইরান ও রাশিয়ার মধ্যে যে চার হাজার কোটি ডলারের অর্থনৈতিক চুক্তি হয়েছিল তার অংশ হিসেবে ইরান এ গ্যাস কিনবে।

ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানি এনআইওসি এবং রাশিয়ার গ্যাসপ্রম কোম্পানির মধ্যে এ চুক্তি হয়েছিল।

Total views 94

মূল প্রকাশকের সংবাদটি পড়তে এই লিংকে ক্লিক করুন Click Here.  উপরের সংবাদ এবং ছবিটি থেকে সংগ্রহীত এবং এই সংবাদটির মূল প্রকাশক কর্তিক সর্বস্বত্ব সংরক্ষিত। এই সংবাদটি কোন প্রকার সংশোধন পরিবর্তন অথবা পরিবর্ধন ছাড়া অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত। প্রকাশক কর্তিক যে কোনো আপত্তি webbangladeshgroup@ gmail.com গ্রহণ করা হয়। এই সংবাদে প্রকাশিত সংবাদ, তথ্য বা মতবাদ এর সাথে ওয়েব বাংলাদেশ এর কোন সম্পর্ক নাই এবং কোন প্রকার দায় ভার গ্রহণ করে না।