Updated on October 31st, 2024 at 9:53 am(BST)

জাতিসংঘ মানবাধিকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেস্ক রিপোর্ট   |  ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বুধবার, ৩০ অক্টোবর, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এই বৈঠকে জাতিসংঘের মানবাধিকার প্রধান সত্য অনুসন্ধান মিশনের অগ্রগতি এবং ঢাকায় তার সফরকালীন বৈঠকগুলোর বিবরণ দেন। তিনি জানান, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের স্বাধীন সত্য অনুসন্ধান মিশন কাজ করছে, এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়েও তারা আলোচনা করেন। টুর্ক জানান, ট্রাইব্যুনাল বর্তমানে দেশে সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রেখে চলেছে। এছাড়াও স্বৈরাচারী শাসনকালে সংঘটিত জোরপূর্বক গুমের তদন্তেও জাতিসংঘের সমর্থন রয়েছে।

টুর্ক বলেন, জাতীয় মানবাধিকার কমিশনকে আরও স্বাধীন ও কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহণ জরুরি এবং তার অফিস ঢাকায় আরও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।

প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার প্রধানকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, তার সরকার মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ও সকল নাগরিকের উন্নয়ন নিশ্চিত করার জন্য কাজ করছে।

তারা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন, যেখানে টুর্ক রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান এবং রাখাইন রাজ্যে নিরাপদ অঞ্চল সৃষ্টির জন্য জাতিসংঘের সহায়তা চান।

 

Total views 84

মূল প্রকাশকের সংবাদটি পড়তে এই লিংকে ক্লিক করুন Click Here.  উপরের সংবাদ এবং ছবিটি থেকে সংগ্রহীত এবং এই সংবাদটির মূল প্রকাশক কর্তিক সর্বস্বত্ব সংরক্ষিত। এই সংবাদটি কোন প্রকার সংশোধন পরিবর্তন অথবা পরিবর্ধন ছাড়া অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত। প্রকাশক কর্তিক যে কোনো আপত্তি webbangladeshgroup@ gmail.com গ্রহণ করা হয়। এই সংবাদে প্রকাশিত সংবাদ, তথ্য বা মতবাদ এর সাথে ওয়েব বাংলাদেশ এর কোন সম্পর্ক নাই এবং কোন প্রকার দায় ভার গ্রহণ করে না।