Updated on September 20th, 2023 at 7:05 am(BST)

ঘরে ঘরে গিয়ে ভোট চাইবে আওয়ামী লীগ, প্রচারকাজের প্রশিক্ষণ উদ্বোধন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারকাজের জন্য ‘মাস্টার ট্রেইনারদের’ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করল আওয়ামী লীগ। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়। উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এবারের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা নিয়ে এই উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল প্রচার দলের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ভোটারের কাছে ভোট চাওয়া হবে। প্রতিটি এলাকার জন্য একজন করে প্রচারকারী (ক্যাম্পেইনার) মনোনীত করা হবে। এসব প্রচারকারীকে প্রশিক্ষণ দেবেন উপজেলা পর্যায়ের প্রশিক্ষকেরা। উপজেলা পর্যায়ের এই প্রশিক্ষকদের প্রশিক্ষিত করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে একটি ‘মাস্টার ট্রেইনার’ গ্রুপ তৈরি করছে। যারা প্রতিটি জেলা–উপজেলা পর্যায়ে গিয়ে স্থানীয় প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবে। এবং স্থানীয় প্রশিক্ষকেরা প্রচারকারীদের প্রচার করাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, “রোড টু স্মার্ট বাংলাদেশ” নামে একটি কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচির আওতায় দলের প্রচার-প্রচারণা, ভোট প্রার্থনা ইত্যাদিসহ নানাবিধ উদ্যোগ ইতিমধ্যে শুরু করেছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। উপস্থিত ছিলেন ‘অফলাইন ক্যাম্পেইন’–এর ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবুবকর ও সহকারী ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের।

আজ প্রথম দফায় ১০০ শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপরে পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হয়। তারপর প্রধান সমন্বয়কারী শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এরপরে কারিগরি অধিবেশন এবং কর্ম অধিবেশন শুরু হয়।

Total views 598

মূল প্রকাশকের সংবাদটি পড়তে এই লিংকে ক্লিক করুন Click Here.  উপরের সংবাদ এবং ছবিটি থেকে সংগ্রহীত এবং এই সংবাদটির মূল প্রকাশক কর্তিক সর্বস্বত্ব সংরক্ষিত। এই সংবাদটি কোন প্রকার সংশোধন পরিবর্তন অথবা পরিবর্ধন ছাড়া অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত। প্রকাশক কর্তিক যে কোনো আপত্তি webbangladeshgroup@ gmail.com গ্রহণ করা হয়। এই সংবাদে প্রকাশিত সংবাদ, তথ্য বা মতবাদ এর সাথে ওয়েব বাংলাদেশ এর কোন সম্পর্ক নাই এবং কোন প্রকার দায় ভার গ্রহণ করে না।