Updated on March 19th, 2023 at 8:44 am(BST)

ইসরাইলের বর্বর হামলায় ফের নিহত ৪ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় নিহত হয়েছেন চার ফিলিস্তিনি নাগরিক। খবর আলজাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়- ইসরাইলি বাহিনীর অভিযানে জেনিনে অন্তত চার ফিলিস্তিনি নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে নিহতদের ‘শহিদ’ বলে আখ্যায়িত করা হয়।

ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেনিন শরণার্থী শিবিরে অপারেশন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘ওয়াফা’ জানিয়েছে, জেনিন শহরে ইসরাইলের সবশেষ হামলা এটি।

প্রসঙ্গত, গত সপ্তাহে জেনিনে ইসরাইলি হামলায় ৬ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে আরেক অভিযানে আরও তিনজনকে হত্যা করা হয়। আর গত জানুয়ারিতে জেনিন শরণার্থী শিবিরে হামলা করে এক বয়স্ক নারীসহ ৯ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী।

Total views 215

মূল প্রকাশকের সংবাদটি পড়তে এই লিংকে ক্লিক করুন Click Here.  উপরের সংবাদ এবং ছবিটি থেকে সংগ্রহীত এবং এই সংবাদটির মূল প্রকাশক কর্তিক সর্বস্বত্ব সংরক্ষিত। এই সংবাদটি কোন প্রকার সংশোধন পরিবর্তন অথবা পরিবর্ধন ছাড়া অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত। প্রকাশক কর্তিক যে কোনো আপত্তি webbangladeshgroup@ gmail.com গ্রহণ করা হয়। এই সংবাদে প্রকাশিত সংবাদ, তথ্য বা মতবাদ এর সাথে ওয়েব বাংলাদেশ এর কোন সম্পর্ক নাই এবং কোন প্রকার দায় ভার গ্রহণ করে না।